ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, 

সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
দেশজুড়েশরীয়তপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

শরীয়তপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলার গোসাইরহাট উপজেলায় মেঘনার শাখা জয়ন্তী নদীর পাশে গতকাল মরিচ ক্ষেতে মায়ের সঙ্গে যেয়ে পানিতে ডুবে এক ভাই ও এক বোন মারা যান।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,  মৃত, দুই শিশু হলেন মো. ইব্রাহিম (৭) ও খুকু মনি (৬)। ইব্রাহিম ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে ও খুকু মনি সবুজ বেপারীর মেয়ে। তারা সম্পর্কে  চাচাতো ভাই-বোন।  তাদের বাবা ঢাকায় শ্রমিকের কাজ করেন। মায়েরা অন্যের জমিতে মরিচ ও সয়াবিন তোলার কাজ করেন ।

বুধবার দুপুরে শিশু দুটি তাদের মায়েদের সঙ্গে নদীর পাড়ে মরিচ ক্ষেতে যায়। কিছুক্ষণ পর হঠাৎ তারা চোখের আড়াল হলে মায়েরা বাড়িতে ফিরে খোঁজ করতে থাকেন। বাড়িতে না পেয়ে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে নদীর পাড়ে ফিরে দেখেন শিশু দুইটির জামাকাপড় নদীর ধারে ফেলে  রাখা।

ধারনা করা হচ্ছে, তারা হয়তো গোসল করতে নেমে ছিল এবং সেখানেই ডুবে মারা যান। ওই উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের পাঁচকাঠি এলাকার জয়ন্ত নদীর খেয়াঘাটের পাশ থেকে  নদীতে ভাসমান অবস্থায় বুধবার  সন্ধা  ৭টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেন।

ওসি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ


- বিজ্ঞাপন -spot_img