জেলার গোসাইরহাট উপজেলায় মেঘনার শাখা জয়ন্তী নদীর পাশে গতকাল মরিচ ক্ষেতে মায়ের সঙ্গে যেয়ে পানিতে ডুবে এক ভাই ও এক বোন মারা যান।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত, দুই শিশু হলেন মো. ইব্রাহিম (৭) ও খুকু মনি (৬)। ইব্রাহিম ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে ও খুকু মনি সবুজ বেপারীর মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। তাদের বাবা ঢাকায় শ্রমিকের কাজ করেন। মায়েরা অন্যের জমিতে মরিচ ও সয়াবিন তোলার কাজ করেন ।
বুধবার দুপুরে শিশু দুটি তাদের মায়েদের সঙ্গে নদীর পাড়ে মরিচ ক্ষেতে যায়। কিছুক্ষণ পর হঠাৎ তারা চোখের আড়াল হলে মায়েরা বাড়িতে ফিরে খোঁজ করতে থাকেন। বাড়িতে না পেয়ে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে নদীর পাড়ে ফিরে দেখেন শিশু দুইটির জামাকাপড় নদীর ধারে ফেলে রাখা।
ধারনা করা হচ্ছে, তারা হয়তো গোসল করতে নেমে ছিল এবং সেখানেই ডুবে মারা যান। ওই উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের পাঁচকাঠি এলাকার জয়ন্ত নদীর খেয়াঘাটের পাশ থেকে নদীতে ভাসমান অবস্থায় বুধবার সন্ধা ৭টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেন।
ওসি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com