ঢাকা, বৃহস্পতিবার, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৬ হিজরি, 

বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫
দেশজুড়েমিরসরাইয়ের মিঠাছড়া বাজারে মোবাইল কোর্ট, ৬ দোকানীকে জরিমানা

মিরসরাইয়ের মিঠাছড়া বাজারে মোবাইল কোর্ট, ৬ দোকানীকে জরিমানা

আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং অভিযান পরিচালনা করছে মিরসরাই উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মিঠাছড়া বাজার মনিটরিং অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
অভিযানকালে রিপন স্টোর, বাবুল স্টোর ও যতন স্টোর নামক তিনটি ফলের দোকানে মূূল্য তালিকা হালনাগাদ না থাকায়  মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
তাছাড়া একই অপরাধে একটি মাংসের দোকানের মালিককে ৫ শত টাকা ও আমিনুল হক স্টোর নামক একটি মুদির দোকানের মালিককে ২ হাজার  টাকা জরিমানা করা হয়। পাশাপশি সাদাকালো মিষ্টি নামক একটি মিষ্টির দোকানে দধি ও মিষ্টান্নর প্যাকেটে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সকল দোকান মালিককে ন্যায্যমূল্যে পন্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে মিরসরাই উপজেলা প্রশাসনের এই বাজার মনিটরিং অভিযান চলমান থাকবে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ