প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৫, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৫, ১০:১৪ অপরাহ্ণ
মিরসরাইয়ের মিঠাছড়া বাজারে মোবাইল কোর্ট, ৬ দোকানীকে জরিমানা

আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং অভিযান পরিচালনা করছে মিরসরাই উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মিঠাছড়া বাজার মনিটরিং অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
অভিযানকালে রিপন স্টোর, বাবুল স্টোর ও যতন স্টোর নামক তিনটি ফলের দোকানে মূূল্য তালিকা হালনাগাদ না থাকায় মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
তাছাড়া একই অপরাধে একটি মাংসের দোকানের মালিককে ৫ শত টাকা ও আমিনুল হক স্টোর নামক একটি মুদির দোকানের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপশি সাদাকালো মিষ্টি নামক একটি মিষ্টির দোকানে দধি ও মিষ্টান্নর প্যাকেটে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সকল দোকান মালিককে ন্যায্যমূল্যে পন্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে মিরসরাই উপজেলা প্রশাসনের এই বাজার মনিটরিং অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com