ঢাকা, সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি, 

সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
দেশজুড়েবড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২

বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন শাহীন হোসেন (৩০) ও জসিম আহম্মেদ (২৩)।
শনিবার (৬ জানুয়ারি) ভোর ৬টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের আহমেদপুর কারবালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক শাহিন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া এলাকার মৃত এলাহী হোসেনের ছেলে এবং অপর জন চালকের সহকারী জসিম একই উপজেলার অচিন্তপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, বনপাড়াগামী বালুভর্তি একটি ট্রাক কারবালা এলাকায় দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাকটির সামনের অংশ  দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ