প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ৮:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৪, ২:৩৩ অপরাহ্ণ
বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন শাহীন হোসেন (৩০) ও জসিম আহম্মেদ (২৩)।
শনিবার (৬ জানুয়ারি) ভোর ৬টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের আহমেদপুর কারবালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক শাহিন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া এলাকার মৃত এলাহী হোসেনের ছেলে এবং অপর জন চালকের সহকারী জসিম একই উপজেলার অচিন্তপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, বনপাড়াগামী বালুভর্তি একটি ট্রাক কারবালা এলাকায় দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com