ঢাকা, বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৬ হিজরি, 

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
দেশজুড়েকালীগঞ্জে ফ্রি চিকিৎসাসেবা পেল কয়েকশ হতদরিদ্র

কালীগঞ্জে ফ্রি চিকিৎসাসেবা পেল কয়েকশ হতদরিদ্র

নাজমুস সাকিব, ঝিনাইদহ থেকে : ঝিনাইদহের কালীগঞ্জে ফ্রি চিকিৎসাসেবা পেয়েছেন কয়েকশ হতদরিদ্র।
আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে কালীগঞ্জের মালিয়াট ইউনিয়নের তত্তিপুর বালিকা বিদ্যালয়ে এ চিকিৎসাসেবার আয়োজন করা হয়।
এ এলাকার বেশিরভাগ মানুষ কৃষক ও দরিদ্র। অভাবের কারণে তাদের অনেকেই সঠিক চিকিৎসাসেবা নিতে পারেন না। এসব অসহায় মানুষের কথা চিন্তা করেই এ আয়োজন করা হয়।
এ দিন এলাকার কয়েকশ রোগীকে চিকিৎসাসেবা দেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন, মেডিকেল অফিসার রাজিয়া সুলতানা ও তানভির আজিজ আকাশ।
এ ইউনিয়নের যুব সমাজ – যারা দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন, তারা এ মহৎ কাজটির আয়োজন করেন।
আয়োজকদের একজন হচ্ছেন পারখির্দা গ্রামের শাহিন আলম। তিনি জানান, হতদরিদ্ররা পারিবারিক অবহেলা ও অভাবের কারণে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। এ বিষয়টি জানার পর এলাকায় ফ্রি চিকিৎসাসেবার ব্যবস্থা করেছেন তারা।
মালিয়াট যুবসংঘের প্রধান অ্যাডমিন আব্দুল্লাহ আল নোমান জানান, এলাকার যারা দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তারা মূলত এ আয়োজন করেছেন। এর ফলে এলাকার কয়েকশ রোগী ফ্রি চিকিৎসাসেবা পেয়েছেন।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ