প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৫:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ৬:৩২ অপরাহ্ণ
কালীগঞ্জে ফ্রি চিকিৎসাসেবা পেল কয়েকশ হতদরিদ্র
![](https://dinerkantho.com/wp-content/uploads/2024/11/0-20.jpg)
নাজমুস সাকিব, ঝিনাইদহ থেকে : ঝিনাইদহের কালীগঞ্জে ফ্রি চিকিৎসাসেবা পেয়েছেন কয়েকশ হতদরিদ্র।
আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে কালীগঞ্জের মালিয়াট ইউনিয়নের তত্তিপুর বালিকা বিদ্যালয়ে এ চিকিৎসাসেবার আয়োজন করা হয়।
এ এলাকার বেশিরভাগ মানুষ কৃষক ও দরিদ্র। অভাবের কারণে তাদের অনেকেই সঠিক চিকিৎসাসেবা নিতে পারেন না। এসব অসহায় মানুষের কথা চিন্তা করেই এ আয়োজন করা হয়।
এ দিন এলাকার কয়েকশ রোগীকে চিকিৎসাসেবা দেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন, মেডিকেল অফিসার রাজিয়া সুলতানা ও তানভির আজিজ আকাশ।
এ ইউনিয়নের যুব সমাজ - যারা দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন, তারা এ মহৎ কাজটির আয়োজন করেন।
আয়োজকদের একজন হচ্ছেন পারখির্দা গ্রামের শাহিন আলম। তিনি জানান, হতদরিদ্ররা পারিবারিক অবহেলা ও অভাবের কারণে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। এ বিষয়টি জানার পর এলাকায় ফ্রি চিকিৎসাসেবার ব্যবস্থা করেছেন তারা।
মালিয়াট যুবসংঘের প্রধান অ্যাডমিন আব্দুল্লাহ আল নোমান জানান, এলাকার যারা দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তারা মূলত এ আয়োজন করেছেন। এর ফলে এলাকার কয়েকশ রোগী ফ্রি চিকিৎসাসেবা পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com