ঢাকা, রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৬ হিজরি, 

রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫
দেশজুড়েনির্বাচনে কোন ধরনের কারচুপি বা অনিয়মের সুযোগ নাই -বিভাগীয় কমিশনার

নির্বাচনে কোন ধরনের কারচুপি বা অনিয়মের সুযোগ নাই -বিভাগীয় কমিশনার

পিরোজপুর প্রতিনিধিঃ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সকলকে কঠোর থাকার নির্দেশ দিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী ও বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. জামিল হাসান। পিরোজপুরের নাজিরপুরে সরকারী বঙ্গমাতা মহিলা কলেজে আগামী ৭ জানুয়ারীর দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (৩০ ডিসেম্বর) প্রিসাইডিং কর্মকর্তাদের একটি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। দুই দিন ব্যাপী ওই প্রশিক্ষনের প্রথম দিন শুক্রবার পোলিং ও পরের দিন শনিবার প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উপজেলার ৯টি ইউনিয়নের ৭২ টি কেন্দ্রের প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা এতে প্রশিক্ষন নেন। ওই প্রশিক্ষনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে বরিশাল বিভাগীয় কমিশনার বলেন, নির্বাচনে কোন ধরনের কারচুপি বা অনিয়মের সুযোগ নাই। আমরা নির্বাচন সুষ্ঠ করতে সর্বোচ্চ চেষ্টা করছি। বিশ^বাসী আমাদের দিকে তাকিয়ে আছেন। আমরা কোন ধরনের বিতর্কিত না হয়ে নিজেদের সুমান বিশ^বাসীর কাছে তুলে ধরবো। এ সময় বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. জামিল হাসান বলেন, নির্বাচনে প্রার্থী বা তাদের সাথের কেহ কোন ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না। ভোটের গোপন কক্ষে ভোটার ছাড়া কাউকে প্রবেশ করতে দিবেন না। কেন্দ্রে কোন ধরনের সমষ্যার সৃষ্টি হলে জেলা রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করবেন। জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মাদ শরীফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা আজরিন তন্বী প্রমুখ।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ