ঢাকা, শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৬ হিজরি, 

শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫
দেশজুড়েকুড়িগ্রামের কৃতি সন্তান সুমনের স্বর্ণ জয় 

কুড়িগ্রামের কৃতি সন্তান সুমনের স্বর্ণ জয় 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিজয়ের মাসে স্বর্ণ জয় কুড়িগ্রামের কৃতি সন্তান সুমনের, কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নিয়মিত খেলোয়াড় মোহাম্মদ আরিফুর রহমান সুমনের ইউরোপের গ্রিসে এক্রোপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জয়। তিনি বাংলাদেশ জুজুৎসু ফেডারেশনের (কারাতে) হয়ে অংশ গ্রহণ করেন।
সুমন ইউরোপের গ্রিসে ৬৯৯ জন প্রতিযোগীকে পরাজিত করে স্বর্ণ পদক অর্জন করে দেশে ফিরলে রোববার সকাল ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব এস এম শাহ হাবিবুর রহমান হাকিম তাকে ফুলের শুভেচ্ছা জানায়।
তিনি বলেন, লাল সবুজের পতাকা গ্রীসের বুকে সম্মানিত করায় সুমনকে অসংখ্য ধন্যবাদ এবং দেশের গৌরব অর্জন করায় জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানান।
এসময় বাংলাদেশ জুজুৎসু জাতীয় দলের সিফাত, মেহেদি হাসান, মুক্তা আহমেদ, ও জাতীয় ক্রীড়া পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ