ঢাকা, শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৬ হিজরি, 

শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫
দেশজুড়েরাজধানীতে আরেক ট্রেনে আগুন

রাজধানীতে আরেক ট্রেনে আগুন

অনলাইন ডেস্ক: রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমেদ মানবজমিনকে বলেন, ট্রেনের ইঞ্জিনের সাইলেন্সার পাইপের উপরে একটি পুরাতন চটের বস্তা ছিল। ট্রেন চলার এক পর্যায়ে সাইলেন্সার পাইপের ধোঁয়া বের হতে বাধাগ্রস্ত হয়। এ সময় হঠাৎ করে ওই চটের বস্তায় আগুন ধরে যায়। বিষয়টি তাৎক্ষণিক টের পেয়ে রেলওয়ে পুলিশ ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে আগুনে নেভায়। পরবর্তীতে ট্রেনটি পুনরায় গন্তব্যে ছেড়ে যায়। পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এটা তেমন বড় কোনো ঘটনা নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাইলেন্স্যারের পাইপ থেকে নির্গত ধোঁয়া চটের বস্তায় বাধাগ্রস্ত হয়ে আগুন লেগেছিল। তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়েছে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ