ঢাকা, শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৬ হিজরি, 

শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫
দেশজুড়েজেল বেরিয়েই সাবেক স্ত্রী ও শিশুর মুখে এসিড নিক্ষেপ

জেল বেরিয়েই সাবেক স্ত্রী ও শিশুর মুখে এসিড নিক্ষেপ

নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে সাবেক স্বামীর বিরুদ্ধে শিশুসহ স্ত্রীর শরীরে-মুখে এসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।
গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দুড়দুড়িয়ায় ওই গৃহবধূর বাড়িতেই এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ জিয়ার (২৫) সাথে দুড়দুড়িয়া নতুনপাড়া গ্রামের রান্টুর মেয়ে রিমার (২২) বিয়ে হয়।
পরে মাদক মামলায় জিয়া জেলে যাওয়ায় ৪ মাস আগে তার স্ত্রী রিমা তাকে তালাক দেয়। পরে জামিনে বের হয়ে ক্ষিপ্ত স্বামী মঙ্গলবার রাতে প্রাক্তন স্ত্রী রিমার উপর এসিড নিক্ষেপ করে।
এতে পাশে দাঁড়িয়ে থাকা রিমার চাচাতো ভাই মিলনের চার বছরের মেয়ে মাইমুনার মুখমণ্ডলও ঝলসে যায়।
পরে তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ