ঢাকা, শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৬ হিজরি, 

শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫
দেশজুড়েগাইবান্ধায় নিখোঁজের একদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

গাইবান্ধায় নিখোঁজের একদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা এলাকায় নিখোঁজের একদিন পর গলায় পাঞ্জাবি পেঁচানো অবস্থায় ছাব্বির রহমান (১২) নামের এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আলাই নদীর বাঁধ থেকে মরদেহটি উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
নিহত ছাব্বির সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম রাঘবপুর (ভূতমারা) গ্রামের আনিছুর রহমানের ছেলে। ভূতমারা ফোরকানিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের পড়াশুনা করতো সে।
নিহতের স্বজনরা জানান, গত রোববার (১৭ ডিসেম্বর) বিকেলের দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সাব্বির। সোমবার সন্ধ্যার দিকে আলাই নদীর বাঁধের পাশে জঙ্গলে ছাব্বিরের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা বলেন, ছাব্বিরকে কেও হত্যা করে মরদেহ জঙ্গলে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল করাসহ পুলিশ ঘটনাটি তদন্ত করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ