আল আমিন মুন্সী, নরসিংদীঃ নরসিংদী জেলার পলাশ উপজেলার এক শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত আসামি নিজাম উদ্দিন মাষ্টার (৬৭) কে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ। পলাশ থানার এসআই রাসেল কবির, এ এসআই সাদিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে শিবপুর উপজেলার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছেন। এ বিষয় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকতিয়ার উদ্দিন বলেন, আসামি নিজাম উদ্দিন মাষ্টার দীর্ঘ ১২ বছর আগে ১৪ বছরের এক মেয়েকে জোর করে ধর্ষণ করে পরে মেয়ের পরিবার আসামির বিরুদ্ধে মামলা করলে যাবজ্জীবন সশ্রম সাজা দেন আলাদত এর পর থেকে আসামি পালিয়ে বেড়ান তথ্য প্রযুক্তি সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি পলাশ উপজেলার ফৌজি চটকল এলাকার মৃত হযরত আলীর ছেলে শুধু সাজা নয় আসামিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও করা হয়।