ঢাকা, বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি, 

বৃহস্পতিবার, মে ২২, ২০২৫
আন্তর্জাতিকমস্কোর বিমান বন্দরে ড্রোন হামলা, বিমান চলাচল বন্ধ

মস্কোর বিমান বন্দরে ড্রোন হামলা, বিমান চলাচল বন্ধ

রাশিয়ার রাজধানী মস্কোর আকাশে ব্যাপক ড্রোন হামলার ফলে বৃহস্পতিবার বিমান চলাচল ব্যাহত হয়। মস্কো থেকে এএফপি জানায়, শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন ও রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ হামলার একদিন আগেই শহরের দিকে আরও ২৭ টি ড্রোন ছোড়া হয়েছিল উল্লেখ করে টেলিগ্রামের এক পোস্টে সোবিয়ানিন জানান, ‘রাত ১২টার পর থেকে মস্কোর দিকে ছুটে আসা ২৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার স্থানে জরুরি সেবা কর্মীরা কাজ করছেন।’

ইতোমধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ দাবি করেছে, রাশিয়া তাদের ওপর রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে।

গত তিন বছরের বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন সংঘাতে প্রতিদিনই পাল্টাপাল্টি ড্রোন হামলা চলছে। তবে মস্কো তুলনামূলকভাবে এ ধরনের হামলা থেকে অনেকটাই নিরাপদ ছিল।

বৃহস্পতিবার মস্কোর একাধিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়, জানায় রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াটসিয়া।

শহরের প্রধান বিমানবন্দর শেরেমেতিয়েভোসহ ভনুকোভো, দোমোদেদোভো ও ঝুকোভস্কিয়তে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়।

ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর অবিলম্বে ও নিঃশর্তভাবে যুদ্ধবিরতির আহ্বান বারবার প্রত্যাখ্যান করে আসছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।

রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে রয়েছে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপও।

এ যুদ্ধ এখন পর্যন্ত বহু প্রাণহানি ঘটিয়েছে, লাখ লাখ মানুষকে ঘরছাড়া করেছে এবং ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বহু শহর ও গ্রাম ধ্বংস করেছে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ


- বিজ্ঞাপন -spot_img