ঢাকা, বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি, 

বৃহস্পতিবার, মে ২২, ২০২৫
দেশজুড়েট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

রাজবাড়ীর পাংশায় ট্রাক ও মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে পাংশা হাইওয়ে থানায় নিয়ে গেছে পুলিশ।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নওপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার খোকসার জানিপুর এলাকার  হাবু সেখের ছেলে মো. কোরবান শেখ (৬০) ও খোকসা পৌরসভার ফণীভূষণ রায়ের ছেলে অশোক কুমার রায় (৭০)। তারা দুইজনই স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।

পাংশা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ব্যবসার কাজ শেষ করে  বিকাল ৩টার দিকে কোরবান শেখ ও অশোক রায় একই মোটরসাইকেলে করে পাংশা থেকে কুষ্টিয়ামুখী হয়ে বাড়ি যাচ্ছিল।  বাড়ি ফেরার পথে মাছপাড়া বাসস্ট্যান্ডের আগের নওপাড়া এলাকায় পৌঁছলে পাংশা থেকে কুষ্টিয়ামুখী ট্রাকটির ধাক্কায় তারা দুইজনই  মোটরসাইকেল থেকে পাশের খাদে ছিটকে পড়ে যান। সেখান থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিয়া যুগান্তরকে বলেন, ট্রাক ও মোটরসাইকেলটি পাশাপাশি হয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি চলন্ত ট্রাকটিকে ওভারটেক করতে যায়। এতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজনই নিহত হন। ঘাতক ট্রাক ও চালক পালিয়ে গেছেন ট্রাকটিকে আটক করতে অভিযান অব্যাহত আছে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ


- বিজ্ঞাপন -spot_img