নজরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ এশিয়ান টিভির ১১ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী এবং আলোচনা সভার আয়োজন করেন এশিয়ান টিভির বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি মো. নাহিদুল ইসলাম নাহিদ।
নাটোরে এশিয়ান টিভির ১১ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর চার আসন (বড়াইগ্রাম গুরদাসপুর) এর নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার সহকারী রিটার্নিং অফিসার মোঃ আবু রাসেল মিয়া
সহকারি ভূমি মো. বোরহানউদ্দিন মিঠু।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম স্মার্ট প্রেসক্লাবের সম্মানিত সভাপতি প্রবীন সাংবাদিক আলহাজ্ব মোহাম্মদ সাইফুর রহমান। বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ওহিদুল ইসলাম এশিয়ান টিভির বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি মো. নাহিদুল ইসলামসহ জেলা এবং উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ এবং সকল পর্যায়ে নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এরপরে ১১ বছর পূর্তি উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয় ১১ বছর পূর্তির অনুষ্ঠান।