আল আমিন মুন্সী, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী পলাশে দক্ষিণ এশিয়ার বৃহৎ ঘোড়াশাল ইউরিয়া সারকারখানা গত ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর গ্যাস সংকট ও কারিগরি জটিলতায় বন্ধ হয়ে যায়। এই দক্ষিণ এশিয়ার বৃহৎ পলাশ ঘোড়াশাল ইউরিয়া সার কারখানায় ইতিমধ্যে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এখান থেকে দৈনিক উৎপাদন হবে ২৮০০ টন ইউরিয়া সার, এ বিষয় পলাশ ঘোড়াশাল সার কারখানার প্রকল্প পরিচালক মোঃ রাজিউর রহমান মল্লিক বলেন, চীনের সিসি সেভেন এবং জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রকৌশলীরা কারখানাটির পরিচালনার অপারেটিং সিস্টেম বুঝিয়ে দিয়ে ফেব্রুয়ারি মাসে চলে যাবেন। তিনি আরও বলেন, যে কারণে যমুনা সার কারখানা বন্ধ করে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই সার কারখানা গ্যাস দিয়ে চালু করা হয়েছে। চলতি মাসের ২৮ তারিখের দিকে কারখানাটি সার উৎপাদনে আসবে বলে জানান প্রকল্প পরিচালক। এর আগে গ্যাস সংকটে সোমবার বিকাল সাড়ে ৩টায় জামালপুরের তারাকান্দির যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।
গত ১২ নভেম্বর কারখানাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর গ্যাস সংকট ও কারিগরি জটিলতায় বন্ধ থাকে।কারখানাটিতে দৈনিক ৭২ মিলিয়ন কিউবিসি গ্যাসের চাহিদা রয়েছে। এখান থেকে দৈনিক উৎপাদন হবে ২৮০০ টন ইউরিয়া সার। বছরে ১০ লাখ টন ইউরিয়া সার উৎপাদন হবে পরিবেশ বান্ধব এই সার কারখানা থেকে।