বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে নিজস্ব অর্থায়নে ও পারিবারিক উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ইউটিউবার শাহেদ। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ ঝেকে বসা শীতে দরিদ্র অসহায় মানুষ নাজেহাল হয়ে পড়েছে, এই অবস্থায় ইউটিউবার শাহেদ শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করে। ইউটিউবার শাহেদ গ্রামের নিজ বাড়ী চত্বরে দেড় শতাধিক দরিদ্র বয়স্ক শীতার্ত নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহেদ ও তার বড় ভাই, পরিবারের অন্যান্য সদস্যরা । শাহেদ বলেন, এই সমাজে আমরা নিতান্তই ক্ষুদ্র মানুষ। আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো চেষ্টা করেছি মাত্র। তিনি সমাজের অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। নিজ নিজ এলাকায় বিত্তবানরা এগিয়ে এলে অসহায় দরিদ্র শীতার্ত মানুষগুলো উপকৃত হবে।