চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেলে অভিনবকায়দায় লুকিয়ে রাখা ৮ প্যাকেট (৭কেজি ৩গ্রাম) ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে দামুড়হুদা বাসষ্ট্যাণ্ড এলাকায় থেকে এই গহনা উদ্ধার করা হয়।চুয়াডাঙ্গা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারেন,দর্শনা—চুয়াডাঙ্গা মহাসড়ক দিয়ে একটি মাদকের বড় চালান পাচার হবে।এমন সংবাদে ভিত্তিত্বে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা বাসষ্ট্যাণ্ড এলাকায় অবস্থান নেয়। বেলা ১১টার দিকে একজন ব্যক্তি মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গার দিকে যেতে দেখলে তার গতিরোধ করে।এসময় মোটরসাইকেল চালক ডিবি পুলিশের উপস্থিতি টেরপেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও সাংবাদিকদের উপস্থিতিতে মোটরসাইকেলের সিট খুলে তার ভিতর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা স্কসটেপ দিয়ে মোড়ানো ৮টি প্যাকেট উদ্ধার করে। তখন একটি প্যাকেট খুললে রুপার গহনা মেলে।পরে বাকি প্যাকেট গুলো খুলে মোট (৭কেজি ৩গ্রাম) ভারতীয় রুপার গহনা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮লক্ষ ৪০ হাজার টাকারমত। উক্ত গহনা ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।