ঢাকা, মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৬ হিজরি, 

মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
দেশজুড়েকুড়িগ্রামে কম্বল বিতরণ

কুড়িগ্রামে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রামঃ এত্ত্যি কাহোই আসেনাই বাহে, তোমরা আসিলেন কম্বল নিয়ে, তোমাক ধন্যবাদ~এরকমই বলছিলেন চর রাজীবপুর উপজেলার ঢুষমারা থানা এলাকার প্রত্যন্ত মোহনগঞ্জ চরের বাসিন্দা সখিনা বেওয়া। সখিনা বেওয়া, সুরুজ ভান,  কছভান এবং আমেনার মতো অনেকেই শীতবস্ত্র হাতে পেয়ে বলছিলেন এতো জারের মধ্যে হামার এত্ত্যি কাহোই আসেনাই, আইজ পুলিশ আইসছে কম্বল নিয়ে, হামরা খুব খুশি, হামরা ওমার জন্যি দোয়া করি।
আজ ১৫ জানুয়ারি ২০২৪ চর রাজীবপুর উপজেলার ঢূষমারা থানা এলাকার প্রত্যন্ত মোহনগঞ্জ চরের প্রায় ২০০ শতাধিক সম্মানিত নাগরিককে সদাশয় সরকারের পক্ষে শীতবস্ত্র বিতরন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মো: মাহফুজুল ইসলাম। হাড়-কাপানো এই শীতে শীতবস্ত্র পাওয়ার তালিকায় ছিলেন বয়স্ক, প্রতিবন্ধীসহ অত্র এলাকার পিছিয়েপড়া মানুষেরা। শীতবস্ত্র বিতরনের পাশাপাশি স্কুলগামী ক্ষুদে শিক্ষার্থীদের মিষ্টি ও চকলেট বিতরন করা হয়।
কুড়িগ্রামে কম্বল বিতরণ
কুড়িগ্রামে কম্বল বিতরণ
পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম বলেন,  জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ধারাবাহিকভাবে এই শীতে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরন করছে। আমরা আজ কুড়িগ্রামের প্রত্যন্ত চরের মোহনগঞ্জের মানুষের পাশে দাড়াতে পেরে ভাল ফিল করছি। সাধ্যমত আমাদের এই প্রচেষ্ঠা অব্যাহত রাখবো।
জেলা পুলিশ কুড়িগ্রামের শীতবস্ত্র বিতরনের ক্ষণে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর সরকারি কলেজের উপাধ্যাক্ষ জনাব  যোবায়ের আল মুকুল, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আশিকুর রহমান পিপিএম, টিআই সদর ট্রাফিক জনাব বানিউল আনাম সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ