জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আজ (১২ জানুয়ারি) সকাল ১০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার উদ্বোধন করেন।
জাবি জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০ টায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড নুরুল আমিন অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার উদ্ভোধন করেন। এসময় উপাচার্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন নির্বিঘ্নভাবে করতে দায়িত্বপ্রাপ্ত সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার মোঃ আবু হাসান, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এবং সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করছে। আইআইটির পরিচালক অধ্যাপক ড. এম শামীম কায়সার ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সহজ, সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানান।
প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শেষ হবে ৩১ জানুয়ারি।