
চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের চাল (বিজিএফ) বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে বহরিয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকায় ৩ ও ৯ নম্বর ওয়ার্ড জেলেদের চাল বিতরণকালে এই ঘটনা ঘটে। এদিকে, ভিজিএফের তালিকায় নাম অন্তর্ভুক্ত করাকে কেন্দ্র করে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
চাঁদপুরে আহতরা হলেন-বহরিয়া এলাকার আক্কাস খান, সুফিয়ান, আফজাল খান, বোরহান, রাব্বি গাজী, মুকসুদ মিজি, মহসীন মিজি, জায়েদ মিজি, মমিন হাওলাদার ও মন্টু মিজি। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত রাব্বীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এদিকে, কুড়িগ্রামের ফুলবাড়ীতে আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। এ সময় বড়ভিটা বাজারের ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করেন। সংঘর্ষে বড়ভিটা বাজারের আশপাশের এলাকার মানুষও আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। অপরদিকে ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন পরিষদের সচিবকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয় বিএনপির নেতাকর্মীরা।
এতে আহতরা হলেন-বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, হাফিজুর রহমান, মুসা মিয়া, শাহারুল ইসলাম, মোকছেদুল হক, রাজু মিয়া, হাবিবুর রহমান হাসু, জিয়াউল হক, আতিকুল ইসলাম ও লাইম। তাদের সবার বাড়ি উপজেলার বড়ভিটা ও চন্দ্রখানা গ্রামে। এদের মধ্যে আব্দুল জলিলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।