ঢাকা, সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি, 

সোমবার, মার্চ ১৭, ২০২৫
দেশজুড়েসাতক্ষীরায় স্লুইস গেটের নির্মাণকাজ উদ্বোধন

সাতক্ষীরায় স্লুইস গেটের নির্মাণকাজ উদ্বোধন

জেলার সদর উপজেলার বিনেরপোতা এলাকায় আজ স্লুইস গেটের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

বেতনা নদীতে কুলুটিয়া স্লুইসগেটের এ নির্মান কাজ বাস্তবায়নে ব্যায় ধরা হয়েছে ৪ কোটি ৪৬ লাখ টাকা।

আজ রোববার সকালে জেলা শহরের অদূরে স্লুইস গেটের নির্মাণকাজ প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

এ সময় জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আসাফ-উ-দৌলা, কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আমিন এন্ড কোং- এর পক্ষ থেকে নির্মান কাজটি সঠিকভাবে ও দ্রুত সম্পন্ন করার জন্য অঙ্গীকার করা হয়।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ


- বিজ্ঞাপন -spot_img