
জেলায় আজ নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা শহরের শাপলা চত্ত্বরে সচেতন নাগরিক কমিটি (সনাক), জাবারাং কল্যাণ সমিতি ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সচেতন নাগরিক কমিটির (সনাক) সহ-সভাপতি অংসুই মারমা- এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কো-অডিনেটর বিনোদন ত্রিপুরা, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট-এর সদস্য প্রিয় মোহন ত্রিপুরা, মো. জাহেদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং আইনের মাধ্যমে দোষিদের কঠোর শাস্তির দাবি জানান।