ঢাকা, রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, 

রবিবার, মার্চ ১৬, ২০২৫
দেশজুড়েআশুলিয়ায় রড ভর্তি ট্রাকসহ ২ ডাকাত আটক

আশুলিয়ায় রড ভর্তি ট্রাকসহ ২ ডাকাত আটক

সাভারের আশুলিয়ায় ডাকাতি হওয়ার ৮ দিন পর রড ভর্তি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই ডাকাতকেও গ্রেফতার করা হয়।

রবিবার (১৬ মার্চ দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

তিনি জানান, চলতি মাসের ৮মার্চ নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় একদল ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে একটি রড ভর্তি ট্রাক ছিনতাই করে। পরে এঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হলে পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাতে সাভারের ব্যাংক টাউন এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেন ও নুরে আলম নামের দুই ডাকাতকে গ্রেফতার করে। সেই সঙ্গে রড ভর্তি ট্রাকটিও উদ্ধার করে। পরে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ আরও জানায়, পালিয়ে থাকা অন্য ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে বলে ।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ


- বিজ্ঞাপন -spot_img