ঢাকা, মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৬ হিজরি, 

মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
দেশজুড়েস্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান অলিওর বিরুদ্ধে মামলা

স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান অলিওর বিরুদ্ধে মামলা

সামিউল আলম প্রবাল, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী প্রচারণায় আপত্তিকর বক্তব্যের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান অলিওর বিরুদ্ধে আদালতে একশত কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি ২০২৪ ইং) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া যুগ্ম জেলা জজ নজরুল ইসলামের আদালতে এ মামলা করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের এমপি এবং  নবনিযুক্ত গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী। বাদীর আইনজীবী আব্দুল জব্বার মামুন রাতে বিষয়টি নিশ্চিত করে দৈনিক দিনের কন্ঠকে বলেন, গত ২৬ ডিসেম্বর ২৩ ইং সদর উপজেলার সুহিলপুরে ফিরোজুর রহমান নির্বাচনী এক সভায় উদ্দেশ্য প্রোনোদিতভাবে মিথ্যা বক্তব্য দিয়েছেন। তার ওই আপত্তিকর বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরীর সম্মানহানি হয়েছে। তাই ফিরোজুর রহমানকে তার আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে গত ২৮ ডিসেম্বর ২৩ ইং থেকে পর পর তিনটি নোটিশ পাঠানো হয়।
কিন্তু দু:খের বিষয়,  তিনি সেই নোটিশ আমলে নেননি। তাই বাদীর সম্মানহানি করায় আদালতে শতকোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। রোববার আদালত এ মামলায় শুনানি করবেন।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ