
জাতিসংঘে বাংলাদেশের যোগদানের ৫০ বছর পূর্তিতে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিয়েছেন ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
শনিবার (১৫ মার্চ) জাতিসংঘের নতুন সাধারণ ভবনে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
জাতিসংঘ মহাসচিব নতুন ভবনে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন। এরপর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঞ্চালনায় সুশীল সমাজের সঙ্গে এক বৈঠক করেন অ্যান্তোনিও গুতেরেস।
বৃহস্পতিবার (১৩ মার্চ) জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে আসেন। শুক্রবার সফরের দ্বিতীয় দিনে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি।