ঢাকা, বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি, 

বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
দেশজুড়েযশোরে পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

যশোরে একদিনে তিন শিশু পানিতে ডুবে মারা গেছে। বুধবার (১২ মার্চ) অভয়নগর এবং মণিরামপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়াদের মধ্যে দুটি কন্যাশিশু এবং একটি ছেলেশিশু রয়েছে।

অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে বাড়ির সামনের পুকুরে পড়ে মারা যায় ওই গ্রামের মেহেদী হাসানের ছেলে আরিয়ান (০২)।

পরিবারের লোকজন জানিয়েছেন, বুধবার সকালে বাড়ির সামনে খেলা করার এক পর্যায়ে পুকুরে পড়ে যায় আরিয়ান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই উপজেলার নওয়াপাড়া পৌরসভার বুইকারা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে রোকসানা খাতুন (১০) বুধবার দুপুরে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নামে। হঠাৎ তার অনুপস্থিতি টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করে বন্ধুরা।

পরে তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

রোকসানা বুইকারা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। এলাকাবাসীর অভিযোগ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর ইসিজি মেশিন আনার নামে রোকসানাকে প্রায় ৩০ মিনিট চিকিৎসাহীন অবস্থায় রাখা হয়। এ কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শোভন বিশ্বাসকে লাঞ্ছিত করে বলে অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে, বুধবার (১২ মার্চ) দুপুরে মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ধলিগাতী গ্রামে টিউবয়েলের পাশে খেলা করার সময় পানিভর্তি বালতির মধ্যে পড়ে মারা গেছে দেড় বছর বয়সী আরশি খাতুন। সে ওই গ্রামের ইকবাল হোসেনের কন্যা।

এলাকাবাসী জানান, আরশিকে টিউবয়েলের পাশে রেখে গৃহস্থালীর কাজ করছিলেন তার মা। খেলা করার এক পর্যায়ে সে টিউবয়েলের পাশে পানিভর্তি বালতির মধ্যে পড়ে যায়। তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আরশিকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু, যশোরে পৌঁছানোর আগে পথেই মারা যায় শিশুটি।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ


- বিজ্ঞাপন -spot_img