ঢাকা, মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রমজান, ১৪৪৬ হিজরি, 

মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
দেশজুড়েআমদানি মূল্য ৩০০ টাকায় খেজুর বিক্রি চট্টগ্রামে

আমদানি মূল্য ৩০০ টাকায় খেজুর বিক্রি চট্টগ্রামে

আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আমদানি মূল্যে বিক্রি হচ্ছে ‘হানিয়া’ খেজুর। মার্কেটে এই মানের খেজুর ৫০০-৭০০ টাকায় বিক্রি হলেও আমদানি মূল্যে বিক্রি কর্মসূচির ‘আশ বাজার’র এ খেজুরের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩০০ টাকা।

পাঁচ কেজির প্রতি কার্টন ১ হাজার ৫০০ টাকা।

সোমবার (১০ মার্চ) থেকে নগরের বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে, আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতাল, লালখানবাজার বিসমিল্লাহ কার সেন্টার ও এক্সেস রোডের বিপরীতে চন্দনপুরা মসজিদের পাশে লাহোরিতে এই খেজুর বিক্রি হচ্ছে।

এর মধ্যে আবার প্রতি কেজি ‘হানিয়া’ বিক্রি থেকে ২০ টাকা করে ও প্রতি কার্টন থেকে ১০০ টাকা সরাসরি চলে যাবে গাজাবাসীর সহযোগিতায়।

জানা যায়, বিভিন্ন সময়ে যারা গাজাবাসীর সহযোগিতায় স্বেচ্ছাসেবা দিতে মিশর যেতে বারংবার মেসেজ, কমেন্ট করেছেন তাদের জন্য দারুণ সুযোগ এসেছে। প্রতি কার্টর ‘হানিয়া’ কেনার সাথে সাথে ক্রেতা পাবেন একটা কুপন বা অনলাইনে কাস্টমার কোড। সব কাস্টমারের কাছ থেকে লটারির মাধ্যমে নির্বাচিত একজন পেয়ে যাবেন গাজায় কাজ করা প্রথম বাংলাদেশি সংস্থা আলহাজ শামসুল হক (আশ) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় গাজাবাসীর সেবায় সম্পূর্ণ বিনামূল্যে মিশর যাওয়ার সুযোগ! এ সুযোগ অবশ্যই ‘হানিয়া’ স্টক থাকা পর্যন্ত।

আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, মজলুম শহীদ নেতার নামানুসারে নামকরণকৃত ‘হানিয়া’ সুলভে সহজে পৌঁছে যাবে প্রত্যন্ত অঞ্চলে। সোমবার থেকে ‘হানিয়া’ খেজুর নির্দিষ্ট পয়েন্টে পাওয়া যাবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ


- বিজ্ঞাপন -spot_img