ঢাকা, সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি, 

সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
শিক্ষাজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাবি প্রতিনিধিঃ শীতের সকালে উষ্ণতার পরশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, রেজিস্ট্রার মো. আবু হাসান, সিনেট ও সিন্ডিকেট সদস্য, হল প্রভোস্ট এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বিভিন্ন অনুষদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে রক্তের গ্রুপ নির্ণয়, স্মৃতিচারণ, প্রীতি ফুটবল ও হ্যান্ডবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী এবং পিঠা মেলা।

প্রসঙ্গত, ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তান সরকার দেশের পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। স্বাধীনতার পরে নাম পরিবর্তন করে নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন অধ্যাপক মফিজ উদ্দিন।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ