ঢাকা, সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৬ হিজরি, 

সোমবার, মার্চ ১০, ২০২৫
দেশজুড়েমাদারীপুরে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল আপন দুই ভাইয়ের

মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল আপন দুই ভাইয়ের

মো. নাজমুল শেখ, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের ৮ জন।
শনিবার  দুপুর ১২টার দিকে সদর উপজেলার খোয়াজপুরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাইফুল সর্দার ও আতাবুর সর্দার।

জানা যায়, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খা নদের অবৈধ বালু ব্যবসা ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মোহম্মদ শাহজাহান খানের সঙ্গে সাইফুল সর্দারের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে শনিবার দুপুর ১২টার দিকে শাহজাহান খান ও সাইফুল সর্দারের লোকজনের মধ্যে সংঘর্ষে হয়। এ সময় সাইফুল সর্দার ও তার চাচাতো ভাই অলিল সর্দারকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপালে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। সংঘর্ষের সময় কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাতক চাকমা জানান, বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img