
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা-মেক্সিকোর ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর প্রতিক্রিয়ায় কানাডা এবং চীন ইতিমধ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিলেও মেক্সিকো এখনো তাদের অবস্থান পরিষ্কার করেনি। তবে মঙ্গলবার মেক্সিকো তাদের পরিকল্পনা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। এ জন্য তারা চারটি ভিন্ন পরিকল্পনা তৈরি করেছে। বিবিসির খবরে বলা হয়, মেক্সিকান পণ্য আমদানিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার আগে দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম সোমবার বলেছিলেন যে, তার দেশ পাল্টা প্রতিক্রিয়ার বিষয়টি ঠিক করেছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের সংযম, প্রশান্তি এবং ধৈর্যের প্রয়োজন। আমাদের পরিকল্পনা এ, পরিকল্পনা বি, পরিকল্পনা সি, এমনকি পরিকল্পনা ডিও রয়েছে। পরিস্থিতি অনুযায়ী আমরা সেটা কাজে লাগাব। শেইনবাউম জানান, তিনি মঙ্গলবার মেক্সিকোর প্রতিক্রিয়া সম্পর্কে আরো কথা বলবেন। এরআগে যুক্তরাষ্ট্রের তিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। এর মধ্যে রয়েছে বায়োটেক, বিমান ও সামুদ্রিক প্রকৌশল সংস্থা। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের ওপর ১৫ শতাংশ ও ১০ শতাংশ হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং। অপরদিকে সোমবার এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডা সরকার মঙ্গলবার থেকে ৩০ বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে, এবং বাকি ১২৫ বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্যের ওপর শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে। বিবিসি।