ঢাকা, সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি, 

সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
দেশজুড়েউপজেলাচরফ্যাশনে কলেজ শিক্ষার্থীদের ব্যতিক্রমী ক্লাস পার্টির আয়োজন

চরফ্যাশনে কলেজ শিক্ষার্থীদের ব্যতিক্রমী ক্লাস পার্টির আয়োজন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ধরে রাখতে চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজের শিক্ষার্থীরা এক  ব্যতিক্রম ক্লাস পার্টির আয়োজন করেছেন।  চরফ্যাশন প্রতিনিধি তছলিম আখন জানান শিক্ষার্থীদের এমন আয়োজনে ধন্যবাদ জানিয়েছেন কলেজের অধ্যক্ষ বিভূতিভূষণ বাবুল দাস। সরেজমিনে গিয়ে দেখা যায়  দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পুরো ক্লাস রুমটি সাজিয়ে একটি নয় দুটি কেক কেটে ক্লাস পার্টি উদযাপনের এই ব্যতিক্রমী আয়োজন করেন।
চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সাবজেক্ট ওয়ারি এই পার্টি উদযাপন করেন বলে দিনের কন্ঠ প্রতিনিধিকে জানানো হয়। সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান ভুট্টো ও প্রভাষক আসমা তানিয়ার সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীরা অনুষ্ঠানটি ১০ জানুয়ারি

বুধবার সকাল ১১টায় ক্লাসরুমেই  আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ বিভূতিভূষণ বাবুল দাস কেক কেটে পার্টির শুভ সূচনা করেন। পরে এক এক করে শিক্ষার্থীদেরকে কেক খাইয়ে দেন সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মুস্তাফিজুর রহমান ভুট্টু ও ভূগোল বিভাগের অধ্যাপক খোরশেদ আলম সহ অন্যান্য শিক্ষক মন্ডলীরা। এ সময় দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহনা সহ অন্যান্য শিক্ষার্থীরা তাদের অভিমত ব্যক্ত করে বলেন  শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ধরে রাখতে এই আয়োজন করেছেন তারা।
ক্লাস শিক্ষক মোস্তাফিজুর রহমান ভুট্টু দিনের কন্ঠ প্রতিনিধির  এক প্রশ্নের জবাবে বলেন শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন তাকে বিমোহিত করেছে, এ ধরনের আয়োজন শিক্ষা  কার্যক্রমকে আরো প্রসারিত করবে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ