ঢাকা, শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি, 

শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
দেশজুড়েসাঁথিয়ায় যুবকের দুই হাতের কব্জি কেটে নিয়েছে দুর্বৃত্তরা

সাঁথিয়ায় যুবকের দুই হাতের কব্জি কেটে নিয়েছে দুর্বৃত্তরা

পাবনা সাঁথিয়ায় চুরি, ডাকাতি মারামারিসহ ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আশরাফুল (৩২) নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাঁথিয়া পৌরসভাধীন টেলিফোন এক্চেঞ্জ অফিসের পাশে এ ঘটনা ঘটেছে।

আশরাফুল সাঁথিয়া কলেজ পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে হাত কাটা কব্জির সন্ধান পাইনি পুলিশ।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় ৯টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ