ঢাকা, শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, 

শনিবার, মার্চ ১৫, ২০২৫
দেশজুড়েকনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দিলো সন্ত্রাসীরা

কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দিলো সন্ত্রাসীরা

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

কনটেন্ট ক্রিয়েটর কাফি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

তিনি জানান, আগুনের সময় তার মা-বাবাসহ পরিবারের ছয় সদস্যই ঘরের ভেতরে ছিলেন। এসময় বাইরে থেকে দরজা আটকে আগুন দেয়া হয়।

কাফির বাবা মাওলানা মো. এবিএম হাবিবুর রহমান জানান, তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেরেছেন। এ সময় কাফি ছিলো না।

এদিকে আগুনের সংবাদে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. ইলিয়াস হোসেন জানান, রাত দুইটার দিকে তারা খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কীভাবে আগুন লেগেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান দৈনিক দিনের কণ্ঠকে জানান, কীভাবে আগুন লেগেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কাফির পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো ধরনের লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ


- বিজ্ঞাপন -spot_img