দৈনিক দিনের কণ্ঠঃ চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় এমভি সুন্দরবন-১৬ লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ নারীর মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। ৮ জানুয়ারি, সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর অঞ্চলের লেফটেন্যান্ট কর্নেল মাসহাদ উদ্দীন নাহিয়ান। উদ্ধার হওয়া নারী নাম রীনা বেগম (৩২)। সে পিরোজপুর জেলার বাসিন্দা ছিলেন। কোস্টগার্ড জানায়, সোমবার সকালে মেঘনা নদীর হাইমচরের গাজীপুর ইউনিয়নের এয়ারটেলচর এলাকা থেকে রীনা বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গেলো ৫ জানুয়ারি রাতে মেঘনা নদীতে কার্গোর ধাক্কায় তলা ফেটে চরে আটকা পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ। ওইসময় এই নারী নিখোঁজ হয়। ওই লঞ্চের পাঁচ শতাধিক যাত্রী মতলব উত্তরের আমিরাবাদ চরে আটক পড়ে। পরে এমভি সুন্দরবন-১৪ ও এমভি সুন্দরবন-১৫ লঞ্চ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে বরিশালে নিয়ে যায়।