তাজিকিস্তানের একটি কারাগার থেকে পালানোর চেষ্টার সময় দাঙ্গায় কমপক্ষে পাঁচ বন্দি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কারাগারের তিন কর্মচারী।
সোমবার দেশটির ভাহদাত শহরের পেনাল কলোনি কারাগারে এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, নয়জন বন্দি ‘ঘরে তৈরি ছুরি’ নিয়ে কারারক্ষীদের উপর হামলা চালায়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, হামলার ফলে তিনজন কর্মচারী গুরুতর আহত হয়েছে। তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল।
সোমবারের দাঙ্গার ঘটনায় একটি ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউটরের কার্যালয়।
এর আগে, ২০১৯ সালে পেনাল কলোনি কারাগারে দাঙ্গায় ২৯ জন বন্দী এবং তিনজন রক্ষী নিহত হয়।
২০১৮ সালে তাজিকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর খুজান্দের একটি কারাগারে দাঙ্গায় ২১ বন্দী এবং দুই রক্ষী নিহত হয়।