ঢাকা, মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৬ হিজরি, 

মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
দেশজুড়েব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে বাবা-ছেলে গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে বাবা-ছেলে গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ে বাড়িতে প্রতিপক্ষের হামলায় আব্দুল খলিল মিয়া (৫৫) ও তার ছেলে মো. আসিফ (২০) গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরিবারের লোকজন আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছেন।

আহতদের বাড়ি নবীনগর উপজেলার বড়ি কান্দি পশ্চিম পাড়ায়। এর আগে সকালে এ হামলার ঘটনা ঘটে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সকালে খলিল মিয়া ছেলেকে নিয়ে ভাতিজার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান। এসময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের মনাক ডাকাত ও তার ছেলেরা তাদের ওপর গুলি চালান।

এতে গুলিবিদ্ধ হন বাবা-ছেলে। পরে এ অবস্থায় তাদের ঢাকায় নেওয়া হয়।

ভর্তি করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, মনাক ডাকাতের নামে আগেরই একাধিক মামলা রয়েছে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ