নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদীর মেহেরপারায় অবস্থিত মরিয়ম টেক্সটাইলে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কারখানায় আগুন লাগে বলে জানিয়েছেন নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মী সিদ্দিকুর রহমান রায়হান। এবিষয়ে জানতে নরসিংদী ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমদাদুর রহমানকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
টেক্সটাইলের শ্রমিক মাহবুবুর রহমান বলেন, হঠাৎ করে কারখানার ভেতরে আমরা ধোঁয়া দেখতে পাই। আতঙ্কে আমরা কারখানা থেকে বেরিয়ে আসি। কি কারণে আগুন লেগেছে আমরা কিছু বুঝতে পারছি না। আমাদের সম্পূর্ণ মিলটিতে আগুন লেগেছে। কারখানার ভেতরে কোনো শ্রমিক আছেন কিনা সেটাও এখন বলতে পারছি না।
নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মী সিদ্দিকুর রহমান রায়হান বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের পাঁচটি ইউনিট কাজ শুরু করেছে। আমরা চেষ্টা করছি। পরবর্তীতে সব কিছু বলা যাবে।