ঢাকা, সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি, 

সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
দেশজুড়েআবাসিক হোটেলে মিলল যুবকের ঝুলন্ত লাশ

আবাসিক হোটেলে মিলল যুবকের ঝুলন্ত লাশ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ওই যুবক। রোববার বিকালে শহরের রূপসি হোটেল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম রুবেল হাসান রাফি (২৮)। তিনি মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আধুরভিটি গ্রামের মৃত হাবুল সর্দারের ছেলে। গ্লোব ফার্মাসিটিক্যালসে প্রতিনিধি হিসেবে নিজ এলাকায় কর্মরত ছিলেন রাফি।

রাফির বড় ভাই জাহাঙ্গীর আলম জানান, ট্রেনিংয়ের জন্য শনিবার সকালে বাড়ি থেকে নোয়াখালীর উদ্দেশে রওনা হন রাফি। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ ছিল। বিকালে ফোন কলের মাধ্যমে ভাইয়ের লাশ উদ্ধারের খবর জানেন তিনি।

রূপসি হোটেল কর্তৃপক্ষ জানায়, রুবেল নামে ওই যুবক ১ ফেব্রুয়ারি একটি কক্ষ ভাড়া নিয়ে হোটেলে উঠেন। রোববার কোনো এক সময় হোটেলের ওই কক্ষের সিলিং ফ্যানে রশি দিয়ে গলায় ফাঁস দেন। জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে জানালে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ