ঢাকা, শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৬ হিজরি, 

শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫
আন্তর্জাতিকপাকিস্তানে রাতভর সংঘর্ষে ১৮ সেনাসহ নিহত ৪১

পাকিস্তানে রাতভর সংঘর্ষে ১৮ সেনাসহ নিহত ৪১

পাকিস্তানে রাতভর সংঘর্ষে ১৮ জন সেনা সদস্য ও ২৩ জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা।

শুক্রবার রাতভর দেশটির বেলুচিস্তান রাজ্যের কালাত জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR) শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে বেলুচিস্তানের কালাত জেলার মাঙ্গোচের এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। এ সময় সেনা সদস্যদের একটি দল তাদের বাধা দেয়। এতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়েছে, বৈরী ও শত্রু শক্তির ইন্ধনে চালানো এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করা এবং নিরীহ বেসামরিক নাগরিকদের টার্গেট করা।

তবে নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে সন্ত্রাসীদের পরিকল্পনা ব্যর্থ করে দেয় এবং ১২ জন সন্ত্রাসীকে নির্মূল করে। যাতে স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত হয়।

আইএসপিআর আরও জানিয়েছে, অভিযানের সময় ১৮ জন সাহসী সেনা বীরত্বের সঙ্গে লড়াই করে শহিদ হয়েছেন। একই সঙ্গে নিরাপত্তা বাহিনী এলাকায় সন্ত্রাসী নির্মূল অভিযান চালিয়ে যাচ্ছে এবং এই জঘন্য ও কাপুরুষোচিত হামলার জড়িতদের বিচারের আওতায় আনা হবে।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তারা বেলুচিস্তানসহ পুরো পাকিস্তানে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

সেই সঙ্গে সাহসী সেনাদের এই আত্মত্যাগ তাদের সংকল্পকে আরও শক্তিশালী করবে বলেও উল্লেখ করা হয়েছে। সূত্র: মেহের নিউজ

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ