স্টাফ রিপোর্টারঃ মেহেরপুরে-১ সংসদীয় আসনের অন্তর্গত মেহেরপুর শহরের এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও সদর উপজেলার কাঁঠালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার সময় দুজনকে আটক করেছে প্রশাসন।
জালভোট দেওয়ার চেষ্টায় মেহেরপুরে আটক ২
রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে থানাপাড়ার মফিজুল নামের এক যুবক এবং কাঠালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে মাসুদ নামের এক যুবককে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কাঁঠালপোতা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওমর ফারুক আটকের বিষয়টি নিশ্চিত করলেও এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল কালাম আজাদ জালভোট সংক্রান্ত বিষয়টি অস্বীকার করেছেন।