লিমন ইসলাম, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ৬নং ওয়ার্ড নিজ শেখ সুন্দর মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার ভোটের আগের রাত ১০টার দিকে শেখ সুন্দর মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
হাতীবান্ধা ফায়ার সার্ভিস কর্মকর্তা কর্মকর্তা মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম