ঢাকা, বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৬ হিজরি, 

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
দেশজুড়েকুষ্টিয়ায় গাছ কাটাকে কেন্দ্র করে ভাইয়ের আঘাতে ভাই খুন

কুষ্টিয়ায় গাছ কাটাকে কেন্দ্র করে ভাইয়ের আঘাতে ভাই খুন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে গাছ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের আঘাতে খুন হয়েছেন আরেক চাচাতো ভাই। গতকাল শনিবার দুপুরে কয়া ইউনিয়নের গট্টিয়া গ্রামে এঘটনা ঘটে।
নিহত হয়েছেন কয়া ইউনিয়নের গট্টিয়া গ্রামের মৃত এহের আলীর ছেলে মিন্টু আলী (৪৫)।
জানা যায়, বাড়ির সীমানায় কাঁঠাল ও সজিনা গাছ নিয়ে ঝন্টু ও মিন্টু নামের দুই চাচাতো ভাইয়ের মধ্যে  দীর্ঘদিন বিরোধ ছিলো। শনিবার দুপুরে ঝন্টু আলী গাছ দুটি কাটতে গেলে তার চাচাতো ভাই  মিন্টু বাধা প্রদান করেন। এসময় ঝন্টু তার চাচাতো ভাই মিন্টুর শরীরের সংবেদনশীল জায়গায় আঘাত করলে মিন্টু  গুরুতর আহত হন। পরবর্তীতে মিন্টুকে  কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান শেখ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে  পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ