কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: পরপর দুদিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। গতকাল রোববার এই অঞ্চলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবারও একই তাপমাত্রা রেকর্ড করা হয়।
শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী মো. আনিসুর রহমান গতকাল বলেন, চলতি মৌসুমে দুদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে শ্রীমঙ্গলে। নভেম্বরে তাপমাত্রা একইভাবে থাকলেও ডিসেম্বর মাসের শুরুতে তীব্র শীত পড়বে। যদিও এখন দিনের বেলার তাপমাত্রা ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।