ঢাকা, সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি, 

সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
দেশজুড়েপুলিশ প্রটেকশনের গাড়িতে ঈগলের পোস্টার

পুলিশ প্রটেকশনের গাড়িতে ঈগলের পোস্টার

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়াল পুলিশ প্রটেকশনের গাড়িতে তার নির্বাচনি ঈগল প্রতীকের পোস্টার সাটিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বৃহস্পতিবার(০৪ জানুয়ারী) সন্ধ্যায় তিনি জেলার নাজিরপুরে একটি পথসভা শেষে পুলিশ প্রটেকশনে যাওয়ারকালে পুলিশ বহনকারী ওই গাড়িতে ঈগল প্রতীকের পোস্টার সাটানো দেখা যায়। পুলিশ প্রটেকশনের ওই গাড়িতে ঈগল প্রতীকের পোস্টার সাটানো থাকায় এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল জেলার নাজিরপুর শহীদ মিনার চত্বর মাঠে এক পথসভা শেষে পিরোজপুরে যাচ্ছিলেন। এ সময় তাকে বহন করা গাড়ির সামনে জরুরি হর্ন বাজিয়ে একটি খোলা পিকাপ ভ্যানে পুলিশ প্রটেকশন দিয়ে তাকে নেয়া হয় আর পুলিশ বহন করা ওই পিকাপভ্যানটির দুইপাশেই স্বতন্ত্র প্রার্থী আউয়ালের ঈগল প্রতীকের পোস্টার সাটানো ছিল।

এ ব্যাপারে পুলিশ সুপার (এসপি) মুহাম্মাদ শরীফুল ইসলাম বলেন, পুলিশ বহন করা ওই পিকাপভ্যানটি পুলিশ বাহিনীর নয়। তিনি (আউয়াল) যুদ্ধাপরাধের অভিযোগে আজীবন কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার একজন অন্যতম স্বাক্ষী ছিলেন। আর সে কারণে বিজ্ঞ আদালতের আদেশে তিনি পুলিশি নিরাপত্তা পাচ্ছেন।

উল্লেখ্য, গত সোমবার দেলোয়ার হোসেন সাঈদীর নিজ উপজেলা ইন্দুরকানীর চন্ডিপুরে স্বতন্ত্র প্রার্থী আউয়ালের এক পথসভায় তার মেঝো ভাই পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক বলেছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আউয়াল সাহেব সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেয়নি। তার দেয়া এ বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং ওই ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ