ঢাকা, সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি, 

সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
দেশজুড়েমিছিল শেষে ফেরার পথে মুন্সিগঞ্জে গুলিতে যুবক নিহত

মিছিল শেষে ফেরার পথে মুন্সিগঞ্জে গুলিতে যুবক নিহত

দৈনিক দিনের কণ্ঠঃ মুন্সিগঞ্জের বেহাকান্দি এলাকায় দুর্বৃত্তের গুলিতে ডালিম সরকার (৩০) নামের এক যুবকের ঢাকা মেডিকেলে মৃত্যু হয়েছে। বুধবার (৩রা জানুয়ারি) রাত ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে নিয়ে আসা মো. শাহিন মিয়া জানান, মুন্সিগঞ্জ সদরের নৌকা প্রার্থী এডভোকেট মৃণাল কান্তি দাসের নির্বাচনী প্রচারণার মিছিল শেষে বাসায় ফিরছিল ডালিম। রাস্তায় দুর্বৃত্তরা তাকে একা পেয়ে গুলি করে পালিয়ে যায়। এতে সে বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর জেলার মুন্সীকান্দি গ্রামে নূর হোসেন সরকারের সন্তান, তিনি পেশায় কৃষি কাজ করতেন। তিনি জানান, ডালিম তিন বছরের একটি মেয়ে ও দুই মাসের একটি ছেলের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন । বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ