ঢাকা, মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রমজান, ১৪৪৬ হিজরি, 

মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
দেশজুড়েপার্বতীপুরে নৌকার নির্বাচনী জনসভা

পার্বতীপুরে নৌকার নির্বাচনী জনসভা

নিরানন্দ রায়, দিনাজপুর প্রতিনিধিঃ নির্বাচনের আর মাত্র ক’দিন বাকি। এরই মধ্যে নৌকায় মনোনীত প্রার্থীদের নিজ নিজ নির্বাচনী এলাকায় শুরু হয়েছিল দৌড়-ঝাপ। এখন চলছে ধরপাকড়। সেই পরিপ্রেক্ষিতে
দিনাজপুর-৫(পার্বতীপুর-ফুলবাড়ী) নৌকা মার্কায় মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৩রা) জানুয়ারি বুধবার বিকাল ৩টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী জনসভা হয়েছে। নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের  নৌকার মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যা. মোস্তাফিজুর রহমান ফিজার ও তার দুই কন্যা ফারহানা রহমান মুক্তা এবং শিমলা।
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব এ্যা. মোস্তাফিজুর রহমান ফিজার। বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা,পঙ্গু ভাতা, টিসিবি ইত্যাদি কার্ড করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। আগামী ৭ই জানুয়ারি নৌকা মার্কায় জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অগ্নি সংযোগকারী, মানুষ পুড়িয়ে মারা পৈচ্ছাছিক ব্যক্তিদের বয়কট করুন। শেখ হাসিনাকে যারা পছন্দ করেন, বিশ্বাস করেন তাঁরা সকলেই হাত তুলে দেখান । উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো বলছি নৌকা মার্কায় সকলেই ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করবেন সকলেই।
এসময় নির্বাচনী জনসভায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সিদ্দিক মন্ডল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ, পৌর মেয়র সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মমেনিন মমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুখসানা বারী রুকুসহ উপজেলা নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মজিদ সরকার, সাধারণ সম্পাদক আব্দুস সিদ্দিক মন্ডল, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক সোহরাব আলী মন্ডলসহ ছাত্রলীগ, কৃষক লীগ, তাঁতীলীগ ও স্বেচ্ছাসেবক লীগ প্রমুখ।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ


- বিজ্ঞাপন -spot_img