বিল্লাল হোসেন , বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুশৃঙ্খল ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নৌকার পক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাহীনুল আলম ছানার সহধর্মিণী আ‘লীগ নেত্রী ঝর্না আলমের সভাপতিত্বে দেরবোয়ালিয়া মহাসড়ক সংলগ্ন মাঠে এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ঝুমা আলম, মোঃ তরিকুল ইসলাম সঞ্চয় মিয়া, আশিকুল আলম তন্ময় মিয়া প্রমুখ।
এসময় সমবেত নারীদের উদ্দেশ্য বক্তারা বলেন, আপনারা সকলে ভোট কেন্দ্র যাবেন এবং সুশৃঙ্খলভাবে যার যার ভোটাধিকার প্রয়োগ করবেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আবারো আওয়ামীলীগকে ক্ষমতায়/সরকার গঠনে সহায়তা করবেন।